বিস্তারিত
নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দি উধাও
আপডেট টাইম : 1 week ago

অনলাইন ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার করেছে। এই ঘটনার সময় সেখান থেকে এক হাজার ৮০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা যায়, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় তারা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে। পালিয়ে যাওয়ার পর ৬ বন্দি আবার ফিরে এসেছে। অপরদিকে ৩৫ জন সুযোগ পেয়েও পালায়নি।
নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবা জানিয়েছে, ইমো রাজ্য থেকে ১ হাজার ৮৪৪ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। সোমবার ওভেরি কাস্টোডিয়াল সেন্টারে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা কয়েকটি বাস এবং পিকআপ ট্রাকে করে ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক এবং রাইফেল নিয়ে হামলা চালিয়েছে।
প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এই হামলাকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন। তার মতে, নৈরাজ্যবাদীরা এই হামলা চালিয়েছে। হামলাকারী এবং পালিয়ে যাওয়া বন্দিদের আটক করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিডি প্রভাত/আরএইচ