বিস্তারিত
জন্মদিন পালন করলেন ডিপজল
আপডেট টাইম : 1 week ago

বিনোদন ডেস্কঃ মনোয়ার হোসেন ডিপজল হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা। নব্বই দশকে নায়ক হয়ে তার সিনেমায় আবির্ভাব। তবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি খলনায়কের চরিত্রে।
বিশেষ করে নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা।সিনেমায় অনিয়মিত ছিলেন অনেকদিন। সম্প্রতি আবারও সরব হয়েছেন।
১৯৬২ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন ডিপজল। এবারে তিনি ৫৯ বছরে পা রাখলেন।
নিজের জন্মদিনেও বেশ আয়োজন করে কেক কাটেন এ অভিনেতা। সময় কাটান হাজারো শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। যে কোনো আয়োজনকে রাজকীয় রূপ দিতে জুড়ি নেই ডিপজলের। ছেলে-মেয়ের বিয়ে, নাতি বরণে সে প্রমাণ পাওয়া গেছে।
করোনার কারণে চলমান লকডাউনও ম্লান করতে পারেনি ডিপজলের জন্মদিনের উৎসব। প্রায় শতাধিক কেক কেটেছেন তিনি দিনভর।
ডিপজল জানান, করোনা প্রকোপের কারণে বিশেষ এই দিনে কোনো আয়োজন রাখেননি। তবু ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আবদার রাখতে কেক কেটেছেন। স্বাস্থ্যবিধি মেনে সারাদিনে বহু মানুষ এসেছেন। তাদের সঙ্গে যতটুকু পেরেছি সময় দিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে কেক নিয়ে হাজির হচ্ছেন পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। তাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’ সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে।
বিডি প্রভাত/সহন