বিস্তারিত
আবারো একসঙ্গে দীপিকা-অমিতাভ
আপডেট টাইম : 1 week ago

বিনোদন ডেস্কঃ অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন আবারো একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন।ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর দিয়েছেন দীপিকা। তারা এবার হলিউডের বিখ্যাত ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি পুনর্নির্মাণে একসঙ্গে অভিনয় করবেন।
দীপিকা লিখেছেন, নিজের প্রিয় সহ-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে সম্মানের।
‘দ্য ইন্টার্ন’- এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে ও রবার্ট ডি নিরো। কর্মক্ষেত্রে গড়ে ওঠা সম্পর্ক এবং অনুভূতির ছবি এঁকেছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ন্যান্সি মেয়ার্স পরিচালিত এই চলচ্চিত্রটি।
হিন্দি পুনর্নির্মাণে এই চলচ্চিত্রটিতে অ্যানের ভূমিকায় থাকছেন দীপিকা এবং রবার্ট অভিনীত চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। তবে অমিতাভের আগে এই ভূমিকায় ভাবা হয়েছিল ঋষি কপূরকে। তার মৃত্যুর পর এই চরিত্রটি অভিনয়ের ডাক পান অমিতাভ।
২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ চলচ্চিত্রে দীপিকা ও অমিতাভের অভিনয় আজও দর্শকের মনে তাজা। বাবা-মেয়ের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্প জাদু দেখিয়েছিল বক্স অফিসেও।
প্রায় ৫ বছর পর তাদের যুগলবন্দি আবারো সাফল্য এনে দেবে, এই আশা বলিউপ্রেমীদের।
বিডি প্রভাত/সহন