নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে চিকিত্সা নেওয়া রোগীর স্বজনরা।
গতকাল শনিবার বিকালে রোগীর স্বজনরা এ হামলা চালায়। হামলায় ঐ হাসপাতালের সিনিয়র ম্যানেজার মাহমুদ হোসেন গুরুতর আহত হয়েছেন।
আহত ম্যানেজারকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পক্ষ থেকে কলাবাগান থানায় একটি জিডি দায়ের হয়েছে।
কলাবাগান থানা পুলিশ জানায়, ১৫২/২/জি, পান্থপথের জাহানারা বেগম (৫২) নামের এক রোগী হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেন। শুক্রবার ঐ রোগীর চিকিত্সাবাবদ বিল আসে ৫০ হাজার টাকা। পরবর্তী সময়ে ঐ রোগীর স্বজন শরীফ ৪০ হাজার টাকা পরিশোধ করে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যান।
শনিবার বিকাল ৩টার দিকে শরীফসহ তিন-চার জন হাসপাতালে প্রবেশ করে সিনিয়র ম্যানেজার মাহামুদ হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে। তাকে মেঝেতে ফেলে দিয়ে কিলঘুষি মারতে থাকে। এ সময় অন্য কর্মচারীরা এগিয়ে এলে, তাদের ওপর হামলা চালায়।
বিডি প্রবাত/জেইচ