অনলাইন ডেস্ক: মুক্তিযোদ্ধাদের বারবার ভুলভাল তালিকা তৈরি করায় বিরক্তি প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অত্যন্ত সতর্কতার সাথে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- দবিরুল ইসলাম, মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম ও আরমা দত্ত অংশ নেন।
বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক প্যানোরমা’ শীর্ষক প্রকল্প বাস্থবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সকল প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।
বৈঠকে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ে কাজের পরিধি বৃদ্ধির সুপারিশ করা হয়। শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবার-পরিজনের সুরক্ষা, চিকিৎসা সেবার মান উন্নয়ন, সর্বোপরি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরো গতিশীল করার তাগিদ দেয় সংসদীয় কমিটি।
বিডি প্রভাত/জেইচ