আনিসুর রহমান কাজীঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসে বহিরাগত দালালদের উৎপাত। দায়িত্বরত কর্মকর্তাদের আয়ের মূল উৎস এই দালাল চক্র।
এদের মধ্যে অন্যতম ফরহাদ, আনোয়ার, উত্তম, প্রদীপ, হিরণ, রিনা দাস, ইমান আলী, ইসমাইল হোসেন, শ্যামল, রহমান, আজিজুল, কুরিয়া সিকিউরিটি গার্ড মনির হোসেনসহ বেশ কয়েকজন দালাল চক্রের সদস্য।
সরকারি রাজস্ব ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই দালাল চক্রের সদস্যরা। রাজস্ব অফিসে প্রবেশ করতেই চোখে পড়ে দালাল থেকে সাবধান লেখা সাইনবোর্ড এ যেন শর্ষের মধ্যে ভুত। এব্যাপারে সাংবাদিকের সাথে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ।
বিডি প্রভাত/আরএইচ